বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

লুকিয়ে ছিলেন হাওরের নৌকায়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে কেটে’ হত্যার হুমকিদাতা সিলেটের যুবক মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাঁচগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সিলেটের জালালাবাদ থানায়। মহসিন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়ার আজাদ বক্সের ছেলে। মহসিনকে গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। জানা গেছে, গত রবিবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে কুপিয়ে কাটার’ হুমকি দেন মহসিন তালুকদার। তার হাতে একটি রামদাও দেখা যায়। সাকিব কলকাতায় ‘কালীপূজা উদ্বোধন করতে যাওয়ায়’ এই হুমকি দেন তিনি। গত সোমবার সকালে আরেকটি লাইভে এসে আগের রাতের হুমকির জন্য দুঃখপ্রকাশ করেন মহসিন। তবে হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি অবগত হয়ে মহসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দিকে হাঁটে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার রাতে মহসিনের বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এসআই মাহবুব মোর্শেদ। রাতেই মহসিনকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি। এরপর গতকাল সকালে দক্ষিণ সুনামগঞ্জে ধরা পড়েন তিনি। এদিকে, গত সোমবার সন্ধ্যায় সাকিব নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওবার্তায় বলেন, তিনি কলকাতায় পূজা উদ্বোধন করতে যাননি, অন্য অনুষ্ঠানে গিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর