বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

বিদ্যুৎহীন প্রায় ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে তিনটি ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় প্রায় ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় পড়েন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্ধকারে ছিল পুরো সিলেট। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ১২০ মেগাওয়াট কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল বেলা ১১টার দিকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী জয়ন্ত কুমার আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-সহকারী                পরিচালক শওকত আলী জোয়ারদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, ‘আগুনে দুটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হবে। প্রায় ২০ লাখের মতো গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।’ তবে আগুনের সূত্রপাত প্রশ্নে তিনি বলেন, ‘উপকেন্দ্রে অনেক প্যানেল আছে। কোনটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলতে পারছি না।’ তিনি বলেন, ‘আগুনে গ্রিড লাইন, ট্রান্সফর্মারসহ বিভিন্ন যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই মেরামত কাজ শুরু হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করা সম্ভব নয়।’ সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘আগুন লাগার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করা হবে। তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর