বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

টিকা নিয়ে নতুন কথা

প্রতিদিন ডেস্ক

টিকা নিয়ে নতুন কথা

অনেকেই ভাবছেন, করোনার টিকা এলেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে। কিন্তু সেটা কী আদৌ সত্য? এ বিষয়ে এবার মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান  তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি জানিয়েছেন, ‘আমাদের এখনো যে উপায়গুলো আছে, সেগুলোর আরও পরিপূরক হয়ে উঠবে টিকা। তবে সেই উপায়গুলোকে একেবারে পাল্টে দেবে না।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, প্রবীণ মানুষ এবং ঝুঁকিপূর্ণ মানুষকে করোনা টিকা দেওয়া হবে। টিকা পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।

এর ফলে মৃতের সংখ্যাও কমবে এবং স্বাস্থ্য ব্যবস্থা আরও কিছুটা মজবুত হবে।’ টিকা আবিষ্কার হলেও সতর্কতায় কোনো ফাঁক রাখা যাবে না বলে সতর্ক করেছেন তিনি। টিকা আসার পরও সংক্রমণের যথেষ্ট সুযোগ থাকবে বলে দাবি করেন তিনি। তাই নজরদারি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘মানুষকে তারপরও পরীক্ষা করতে হবে, নিভৃতবাসে থাকতে হবে, চিকিৎসা করতে হবে, করোনা আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করতে হবে। মানুষের দেখভাল করতে হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর