বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শাহজালালে সাত কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে সাত কেজি সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ৬০টি সোনার বারসহ একজনকে আটক করা হয় -বাংলাদেশ প্রতিদিন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে প্রায় সাত কেজি ওজনের এসব সোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর নাম মোহাব্বত আলী (৬০)। তার বাড়ি নারায়ণগঞ্জে।

গতকাল সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮২ ফ্লাইটে বিমানবন্দরে নামার পর কাস্টমস হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করেন।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাব্বতের শরীরের বিভিন্ন স্থানে লুকানো মোট ৬০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। এই সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। মোহাব্বত নিয়মিত ঢাকা-দুবাই যাতায়াত করতেন বলে তার পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর