শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে বিশ্বের রোল মডেল

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে বিশ্বের রোল মডেল

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের পক্ষে ক্রেস্ট প্রদান করছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান -বাংলাদেশ প্রতিদিন

মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে রোল মডেল হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসে মতবিনিময়কালে তিনি এ আশা প্রকাশ করেন। মতবিনিময়কালে বসুন্ধরা গ্রুপের পক্ষে ফুল ও ক্রেস্ট তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। অনুষ্ঠান পরিচালনা  করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা। মতবিনিময় শেষে ভারতীয় হাইকমিশনার নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন পরিদর্শনকালে প্রতিষ্ঠানের আধুনিকায়নের প্রশংসা করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশে মুজিববর্ষ উদ্্যাপিত হচ্ছে। একই সঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এ ছাড়া বাংলাদেশের আসন্ন বিজয় দিবস উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এসব কাজের মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’ দুই দেশের সম্পর্ক বিশ্বে রোল মডেল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ভারত সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশ অগ্রাধিকার পাচ্ছে। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় এসে বলেছিলেন, ভারতের কাছে প্রতিবেশী প্রথম। আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ প্রথম। আমরা এখনো সেটিকেই বিশ্বাস করি।’ ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আমরা বাড়াতে চাই। তবে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। করোনা-পরবর্তী সময়ে দুই দেশের বাণিজ্য কীভাবে আরও বাড়ানো যায়, করোনার প্রভাব কীভাবে কাটিয়ে ওঠা যায়, আমরা সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।’ ভারতীয় হাইকমিশনার এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা করলেও বাংলাদেশের ওপর সবচেয়ে প্রভাব পড়ছে। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়।’ এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা উভয় দেশই পরস্পর সমৃদ্ধ ও সুখী প্রতিবেশী দেশ হিসেবে একে অন্যকে দেখতে চাই।’

সর্বশেষ খবর