শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অনলাইন ক্লাসে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা

-অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ক্লাসে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাডেমিক কোর্স শেষ হলেও তাদের পরীক্ষা বা মূল্যায়ন হচ্ছে না। পরীক্ষা না নিয়েই বিশ্ববিদ্যালয়গুলোতে পরবর্তী সেমিস্টার বা ইয়ারের ক্লাস শুরু হয়েছে। পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আগ্রহ কমছে। কারণ ছাত্রছাত্রীরা ভাবছে, চলতি সেমিস্টারের ক্লাস শেষ করার পর তারা দুটি পরীক্ষা কীভাবে দেবে? গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি  এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি যদি বিরাজমান থাকে তবে শিক্ষার্থীদের পরীক্ষা বা মূল্যায়ন কীভাবে হবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগ নিতে হবে। কবে পরীক্ষা হবে এটিও জানাতে হবে। তাছাড়া যেসব ছাত্রছাত্রী চূড়ান্ত বর্ষে বা সেমিস্টারে রয়েছে তারা তাদের ক্ষতিটা চোখের সামনে দেখছে। তাদের মূল্যায়ন বা পরীক্ষার ব্যাপারেও কোনো দিকনির্দেশনা আসেনি। এসব কারণে সংকটের সৃষ্টি হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে ইউজিসির এ সদস্য বলেন, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেগুলোতে পাঠদান চলছে সেগুলোর কোনটিতে অনলাইন ক্লাস কীভাবে চলছে এগুলো মূল্যায়ন করা খুব কঠিন। ড. মুহাম্মদ আলমগীর বলেন, অনেকক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ট্রাস্টি বোর্ডের দোহাই দেন। কিন্তু তারা তো চ্যান্সেলর তথা রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত। তাদের অন্য কেউ অপসারণ করতে পারবেন না। তাই উপাচার্যদের নিজেদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে শিক্ষকদেরই। আর একাডেমিক ব্যাপারে উপাচার্যই সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে উপাচার্যের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর