শিরোনাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ ও ভারতে করোনা ভ্যাকসিন মিলবে মার্চ-এপ্রিলে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশ ও ভারতে করোনা ভ্যাকসিন মিলবে মার্চ-এপ্রিলে

২০২১ সালের মার্চ-এপ্রিল মাসেই বাংলাদেশের বাজারে করোনার ভ্যাকসিন অক্সফোর্ড-অস্ট্রো জেনিকা মিলতে পারে। এর দাম হতে পারে ৫০০-৬০০ রুপি। ভ্যাকসিন প্রস্তুতকারক ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা গতকাল দিল্লিতে এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এই তথ্য দেন। তিনি জানান, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকো সম্প্রতি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী করোনা ভ্যাকসিন বাজারে পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশি সংস্থা অগ্রাধিকার পাবে। এতে করে ভারত-বাংলাদেশে একযোগে বাজারে ভ্যাকসিন মিলতে পারে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্যবর্ধনও ঘোষণা করেন দুই মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন পাওয়া যাবে।

পুনেওয়ালা আশা প্রকাশ করেন যুক্তরাজ্যের অক্সফোর্ডে মানবদেহে ভ্যাকসিনের যে পরীক্ষা চলছে তার ফল তিন-চার সপ্তাহের মধ্যে এসে যাবে। এরপর সরকারি অনুমোদন মিললেই জানুয়ারি মাসে প্রথমে স্বাস্থ্য কর্মীদের দেহে পরীক্ষা করা হবে। তারপর মার্চ-এপ্রিল মাসে সাধারণ মানুষের জন্য বাজারে ছাড়া হবে। প্রতিটি ভ্যাকসিনের দাম হতে পারে ৫০০ থেকে ৬০০ রুপি। তিনি এও জানান, উৎপাদিত ভ্যাকসিনের অর্ধেক ভারতের জন্য রেখে দেওয়া হবে। তবে দেশের সবাইকে ভ্যাকসিন দিতে ২০২৪ সাল লেগে যাবে। পুনেওয়ালা বলেন, ভারতে এত বিপুল ভ্যাকসিন মজুদ রাখার জন্য যথেষ্ট সংখ্যায় হিমঘর রয়েছে। এতে কোনো অসুবিধা হবে না। তবে অন্যত্র ভ্যাকসিন দেওয়ার হলে সেখানে প্রয়োজনীয় হিমঘর তৈরি করতে হবে। নইলে দেওয়া যাবে না। ভারত সরকার ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়েছে প্রয়োজনে হিমঘর তৈরির কাজে সে দেশকে সহযোগিতা করবে। তিনি জানান, পশ্চিমা দেশের তুলনায় ভারতে সস্তায় ভ্যাকসিন মিলবে। ভ্যাকসিন পিছু ৩-৪ ডলার দাম হবে। তার মতে পরে ভ্যাকসিনের দাম আরও কমবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর