শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজি ওজনের বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজি ওজনের বাগাড়

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

স্থানীয় জেলে ওয়ালেচ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ৬-৭ জন মিলে পদ্মা নদীতে জাল ফেলি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা টের পাই। তখন     জাল তুললে বাগাড় মাছটি জালে আটকা  পড়ে। পরে গতকাল সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে গেলে ৯০০ টাকা কেজি দরে চান্দু মোল্লা তা কিনে নেন। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে আড়তে গিয়ে ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনি। পরে ১ হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এ বছর পদ্মায় ইলিশ কম থাকলেও নদীতে বড় পাঙ্গাশ, বাগাইড়, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর