শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সমালোচনা রুখতে বিরোধীদের গুম করা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের অপকর্মের সমালোচনা রুখতেই বিরোধীদের গুম করা হচ্ছে। গত এক দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে। যেহেতু তারা জনগণ থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে তারা গুমের সংস্কৃতি চালু রেখে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই ভীতি সৃষ্টি করা হয়, বিরোধী নেতা-কর্মীদের গুম করা হয়। এ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি প্রচন্ড ভাবে বিনষ্ট হচ্ছে। গতকাল বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচজন। তারা হলেন লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। এই পাঁচজনকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী ব্যক্তিরা। অনেক জায়গায় পুলিশ তুলে নিয়ে গেছে। দল ও তাদের পরিবার থেকে খোঁজ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করছে যে তারা এই সম্পর্কে কিছু বলতে পারেন না। যারা গুম হয়েছে তাদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছে, আমরাও উদ্বিগ্ন অবস্থায় আছি। মির্জা আলমগীর বলেন, আমি সরকারের কাছে আহ্বান জানাব, কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয় তাহলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। বিশেষ করে হাই কোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়েছে তারপরে সাদা পোশাকধারী  গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যাবে- এটা কোন দেশে বাস করছি আমরা? এখানে কি আইনের শাসন নেই। গণতন্ত্রের ন্যূনতম অধিকারগুলো যা ১৯৭২ সালে সংবিধানে রয়েছে, সেগুলো কী আমাদেও নেতা-কর্মী তথা ভিন্নমত  পোষণকারীদের জন্য একেবারে অনুপস্থিত হয়ে  গেল! এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে রাজনীতি করার জন্য যদি মানুষকে গুম হয়ে যেতে হয়, ভিন্নমত পোষণ করার জন্য যদি গুম হতে হয় তাহলে এদেশে গণতন্ত্রের  লেশ মাত্র নেই। বাস্তবতা হচ্ছে, এদেশে কোনো নির্বাচনই হয় না। এখন নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। জনগণের কোনো আস্থা নির্বাচনের প্রতি নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর