রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মকর্মসংস্থান বাড়াতে হবে

-ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

আত্মকর্মসংস্থান বাড়াতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মহামারী রূপ নেওয়া কভিড-১৯ দেখিয়ে দিয়েছে বিশ্বব্যবস্থা কতটা দুর্বল। অদৃশ্য একটি অণুজীব ভাইরাসের কবলে পড়ে সারা বিশ্ব আজ স্থবির। বিশ্বের বহু উন্নত দেশে লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। মানুষ এখন নিরুপায়। জীবন-মরণ যুদ্ধে লড়ছে। বেঁচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কাজ করতে বাধ্য হচ্ছে। করোনার কারণে বিপুলসংখ্যক মানুষ নতুন করে বেকার হয়ে পড়েছে। আগে থেকেই এ দেশের বেকার সমস্যা একটি বড় সমস্যা। ফলে কভিড-১৯-পরবর্তী ও কভিডের সময়ে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। সরকারের উচিত হবে আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচি হাতে নেওয়া। চলতি বাজেটের সামাজিক নিরাপত্তা কর্মসূচিও বাড়াতে হবে। একই সঙ্গে যে কোনো উপায়ে মানুষকে কাজের সুযোগ করে দিতে হবে।’ তিনি বলেন, ‘ইউরোপ-আমেরিকার বহু দেশে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। ফলে আমাদের রপ্তানি খাতে এর একটা বড় প্রভাব পড়বে। ইতিমধ্যে আমাদের এখানেও দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। আমরা কেউই ঝুঁকিমুক্ত নই। ফলে প্রথমত আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এ স্বাস্থ্যবিধি মেনেই সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যেতে হবে। যথাসম্ভব কাজকর্ম বাড়াতে হবে। কর্মসংস্থানের চাকা সচল রাখতে হলে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে হবে।’ এটা করতে না পারলে সামনের দিনগুলোয় কর্মহীন ও দরিদ্র মানুষের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর