রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যেখানেই দুর্নীতি, সেখানেই অভিযান

নিজস্ব প্রতিবেদক

যেখানেই দুর্নীতি, সেখানেই অভিযান

দেশের যেখানেই অনিয়ম-দুর্নীতি হবে সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেসে অবস্থিত বিটিসিএল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেখানেই দুর্নীতি হবে সেখানেই অভিযান চলবে। শনিবার মেরুল বাড্ডায় র‌্যাবের অভিযান তারই একটি অংশ। এর আগে শুক্রবার সিরাজগঞ্জে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ওই আস্তানা থেকে চার জঙ্গি আত্মসমর্পণ করে। গোপন সংবাদের ভিত্তিতেই সিরাজগঞ্জের ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। দেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে বুঝতে পেরেই জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা বুঝেছে, দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না। আর এ নির্ভরতার জায়গাটি এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তৎপরতার কারণে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরীর বহু জায়গায় এসটিএস নির্মাণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। মগবাজারের এ এলাকায় একটি স্কুল রয়েছে। আগে এই স্কুলের সামনেই রাস্তার ওপর ছিল ময়লার ভাগাড়। যেখান থেকে সব সময় দুর্গন্ধ ছড়াত। এই ময়লার ভাগাড়ের সামনে দিয়ে যাওয়ার সময় সবাইকে নাকে রুমাল দিতে হতো। স্কুলের শিক্ষার্থীদেরও দুর্গন্ধের মধ্যে পাঠ কার্যক্রম চালিয়ে যেতে হতো। কিন্তু এখন এসটিএস স্থাপনের মাধ্যমে এলাকাবাসী সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। প্রসঙ্গত, গতকাল রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সোনা চোরাকারবারি গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি সোনা (৮ কেজি), ১০টি দেশের মুদ্রা ও ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর