সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ সমুদ্র বিরোধ মীমাংসা মডেল

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারত-বাংলাদেশ সমুদ্র বিরোধ মীমাংসা মডেল

ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানা বিবাদ মীমাংসাকে আন্তর্জাতিক বিবাদ মীমাংসার আদর্শ মডেল হিসেবে তুলে ধরলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক শালিসি আদালত ও ভারতের তৃতীয় বৈঠকে তিনি এ সম্বোধন করছিলেন। তিনি বলেন, ‘ভারত সব সময়ই আন্তর্জাতিক শালিসি ট্রাইব্যুনালের রায়কে সম্মান করে। এতে ভারতের সাময়িক স্বার্থ সামান্য ক্ষুণœ হলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়।’ আন্তর্জাতিক শালিসি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তাই ভারত অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক সময়ই ভারত সরকার নিজে থেকে শালিসি আদালতের শরণাপন্ন হয়েছে এবং সব থেকে বেশি ব্যবহারও করা হয়েছে বিরোধ মীমাংসার জন্য। পাকিস্তানের সঙ্গে কিষানগঙ্গা প্রকল্প এবং ইতালীয় নাবিকদের বিরোধ এভাবে মেটানো হয়েছে। তিনি আরও বলেন, ‘ভারত আন্তর্জাতিক আইনি ব্যবস্থার প্রতি দায়বদ্ধ। ইদানীং দ্বিপক্ষীয় লগ্নি বিবাদের জন্য ভারত এই শালিসি ট্রাইব্যুনালকে ব্যবহার করার লক্ষ্যেই যাবতীয় আইন প্রণয়ন করেছে।’ শ্রিংলা জানান, ভারত সরকার দ্বিপক্ষীয় লগ্নি চুক্তিগুলো এই শালিসি ট্রাইব্যুনালে বিচার করা যাবে ধরে নিয়েই করছে। যাতে লগ্নিকারকদের আস্থা অর্জন করা যায়। তিনি মনে করেন, এই উপমহাদেশে যাবতীয় আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য এই অঞ্চল বিশ্বের কাছে নজির হয়ে উঠুক এবং গ্লোবাল- হাব করার প্রস্তাব দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর