মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

খালেদের বিরুদ্ধে ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

খালেদের বিরুদ্ধে ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

ঢাকা মহানগরী (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা পাচারের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেয় বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। খালেদ মাহমুদের বিরুদ্ধে গত বছরের ২১ অক্টোবর ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে দুদক। পরে কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, খালেদ মাহমুদ ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্যাংককে ৮  কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা পাচার করেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২২টি মামলা করেছে দুদক।

সর্বশেষ খবর