মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিচারের আওতায় আনা দরকার অর্থ পাচারকারীদের

নিজস্ব প্রতিবেদক

বিচারের আওতায় আনা দরকার অর্থ পাচারকারীদের

ড. বদিউল আলম মজুমদার

সুজন-সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারের সঙ্গে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা জড়িত আছেন। যারা পাচার করেন, যারা অন্যায় করেন, তারা অপরাধী। তাদের বিচারের আওতায় আনা দরকার। কথায় কথায় দেশপ্রেমের প্রশ্ন না তুলে আমরা তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করি। গতকাল নিউজটোয়েন্টিফোরের ‘জনতন্ত্র গণতন্ত্র’ শীর্ষক অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থ পাচারের সঙ্গে দুর্নীতি জড়িত অবশ্যই আছে। তবে এর সঙ্গে বৈষয়িক বিষয়, পারিবারিক বিষয়, ব্যক্তির সুখ-স্বাচ্ছন্দ্য জড়িত। যারা বেআইনি কাজ করে অর্থ পাচার করছেন। ভয়াবহ  দুর্নীতি করার জন্য একটা আঁতাতের দরকার। এ আঁতাতের সঙ্গে ব্যবসায়ীরা জড়িত। এর সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত। এ ছাড়া বড় বড় দুর্নীতির সঙ্গে রাজনীতিবিদরা জড়িত আছেন। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার করেন। আবার অনেক সময় বিদেশি চুক্তি নেগোসিয়েট করতে গিয়ে যারা উপরি পান, তারা বিদেশে টাকা-পয়সা রাখেন। এগুলো দুর্নীতি। তিনি বলেন, ই-পাসপোর্টের ব্যাপারে একটা বড় দুর্নীতি হচ্ছিল। ৪-৫ হাজার কোটি টাকা বেশি খরচ হওয়ার কথা। এটা কমেছে। ওই টাকা বেশি খরচ হতো, তা কারও পকেটে যেত। বিদেশে তথা বাইরে জমা হতো। যারা নিজের যোগ্যতায় বিদেশে গিয়ে থাকতে পারছেন। আয় করছেন। এতে কোনো সমস্যা নেই। বিশ্বায়নের যুগে এটাই স্বাভাবিক। যারা এখানে (দেশে) আয় করছেন। কিন্তু অন্যায়ভাবে বিদেশে পাচার করছেন। এখানে শুধু আয়ের উৎস হিসেবে কাজে লাগাচ্ছেন। কিন্তু বিদেশে জমা করে তারা ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করার চেষ্টা করছেন, এটা অন্যায়। এটার বিরুদ্ধেই আমাদের কথা। এখানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ সবাই জড়িত আছেন। এ পাচারকারীদের তথ্য-উপাত্ত পাওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক প্রতিবন্ধকতা আছে। তবে সরকার চাইলে অনেক কিছুই করা সম্ভব। অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি হয়েছে। দুর্নীতিবিরোধী অনেকগুলো চুক্তি হয়েছে। এখন আমরা সুইস ব্যাংকের তথ্যও পাচ্ছি। তারা এ ব্যাপারে উন্মুক্ততা দেখাচ্ছে। কানাডায় যারা সুশীল সমাজের ভূমিকা পালন করছেন, তারাও প্রাথমিক কিছু তথ্য সরকারকে দিতে পারেন। আমার মনে হয়, সরকার চাইলে সব কিছু সম্ভব। সরকার চায় কিনা, সেটাও ব্যাপার। সরকার যদি চায়, তবে অনেক তথ্য পাওয়া সম্ভব। যদিও সময় লাগতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর