মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চূড়ান্ত হচ্ছে হাসিনা মোদি বৈঠকের আলোচ্যসূচি

বসছেন দুই পররাষ্ট্র সচিব

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করতে দুই দেশের পররাষ্ট্র সচিব আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকটি হবে ১৭ ডিসেম্বর। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী ৭ ডিসেম্বর দিল্লি আসবেন। পরদিন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ৯ ডিসেম্বর ঢাকা ফিরে যাওয়ার আগে পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

দুই প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে বসবেন বিজয় দিবসের পরদিন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজয় দিবসের দিনই বৈঠক চেয়েছিল। কিন্তু ওইদিন ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যস্ত থাকবেন বিভিন্ন অনুষ্ঠানে। তাই পরদিন বৈঠক হবে। বৈঠকের যৌথ বিবৃতির বিষয়গুলো চূড়ান্ত করা ছাড়াও কয়েকটি সমঝোতাপত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে। বাংলাদেশের বিজয় দিবস ও পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ উপলক্ষে একটি বিশেষ স্মারক প্রকাশ করা হবে। এছাড়া দুই দেশের জাতির জনক গান্ধী-বঙ্গবন্ধুর ওপর ডিজিটাল প্রদর্শনী সম্পর্কে ঘোষণা হবে। নির্মীয়মাণ যৌথ প্রকল্পের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভিডিওর মারফত। এই রেলসংযোগ ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায়। এই রেলযোগাযোগ চালু হলে বাংলাদেশের উত্তরের বাসিন্দারা সহজেই ভারতের শিলিগুড়ি, দার্জিলিং যেতে পারবেন। চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন সার্ভিস চালু হবে। যাতে ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়া যাবে। একই সঙ্গে কলকাতা থেকে বেনাপোল-দর্শনা-নীলফামারী হয়ে চিলাহাটি। তারপর হলদিবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি যাওয়া যাবে বর্তমান সময়ের থেকে চার ঘণ্টা কম সময়ে। এছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার বহু প্রতীক্ষিত যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠকের দিন ঘোষণা হতে পারে। ওই বৈঠকের পরই বসবে মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশন বৈঠক। সর্বশেষ বৈঠক হয় ২০১০ সালে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর