মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন

প্রতিদিন ডেস্ক

বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন বলে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নেতার সঙ্গেই কাজ করতে প্রস্তুত আছেন। গত রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ মন্তব্য করেন। পুতিন বলেন, ‘আমেরিকান জনগণের আস্থা আছে, এমন যে কারও সঙ্গে আমরা কাজ করব।’ পুতিন উল্লেখ করেন, তবে সেই আস্থা শুধু এমন প্রার্থীকেই দেওয়া যেতে পারে, যার বিজয় বিরোধী দল দ্বারা স্বীকৃত, অথবা নির্বাচনের ফলাফল আইনসংগতভাবে বৈধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এই প্রথম এতটা  খোলামেলাভাবে কোনো মন্তব্য পুতিনের কাছ থেকে এলো। এই মন্তব্যের মধ্য দিয়ে পুতিনের ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সব ধরনের আইনগত বিষয়ের সমাধান বা কোনো একজন প্রার্থীর পরাজয় স্বীকার না করা পর্যন্ত বিজয়ীকে অভিনন্দন জানাবেন না তিনি। বিজয়ী বাইডেনকে অভিনন্দন না জানানোর বিষয়ে ক্রেমলিনের সিদ্ধান্তকে স্রেফ একটি ‘আনুষ্ঠানিকতা’ হিসেবে বর্ণনা করেন পুতিন। তার ভাষ্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।

ক্রেমলিনের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে কিনা, এমন প্রশ্নে পুতিন বলেন, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু  নেই; বরং এই সম্পর্ক আগেই নষ্ট হয়ে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর