বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হাসিনার সঙ্গে বৈঠকে মোদি ভ্যাকসিন বণ্টন সময়সূচি জানাবেন

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অক্সফোর্ড করোনা ভ্যাকসিন বাংলাদেশকে বণ্টনের সময়সূচি জানাবেন। তার আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানকে আগামী শুক্রবার ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি সিরাম ইনস্টিটিউট দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। এই ইনস্টিটিউট পুনে শহরে অবস্থিত। সূত্র জানায়, দ্বিপক্ষীয় বৈঠকের দিন উভয় প্রধানমন্ত্রী চিলাহাটি-হলদিবাড়ী নয়া রেল যোগাযোগের উদ্বোধন করবেন ভিডিও মাধ্যমে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে হাইকমিশনার আগামী সপ্তাহে কোচবিহার জেলার হলদিবাড়ী যাবেন।

পুনের সিরাম সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন তৈরির প্রস্তুতি দেখার জন্য ভারত সরকার বাংলাদেশসহ আরও কয়েকটি নির্বাচিত দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছেন। এরা সরেজমিন কারখানায় ভ্যাকসিন প্রস্তুতি দেখবেন এবং এর ব্যবহার সম্পর্কে বিজ্ঞানীদের থেকে ব্রিফিং নেবেন। প্রধানমন্ত্রী মোদি গতকাল (মঙ্গলবার) দেশের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এসব রাজ্য সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন ভ্যাকসিন বিলির বিষয়ে কথা বলেন। তিনি জানান, প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের, দ্বিতীয় পর্যায়ে পুলিশ ও সাফাই কর্মচারীদের, তৃতীয় পর্যায়ে ৫০ বছরের উপরের মানুষকে এবং চতুর্থ পর্যায়ে যারা করোনা ব্যতীত অন্য রোগে আক্রান্ত। তাদের অক্সফোর্ড ওষুধ কোম্পানি সোমবার রাতে জানিয়েছে তাদের ভ্যাকসিন তৃতীয় পর্যায়ে মানব পরীক্ষার পরে ৯০ শতাংশ সফল। এই সফলতা ভারতের সঙ্গে বাংলাদেশের পক্ষেও বিশেষ স্বস্তির সংবাদ। সূত্র জানায়, মোদি নিজে এই সুসংবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে চান। এজেডডি ১২২২ নামে ভ্যাকসিনটি সহজেই মজুদ করা যায়, অন্য ভ্যাকসিনের তুলনায় দাম কম এবং সহজে ব্যবহারযোগ্য। তবে প্রধানমন্ত্রী মোদি রাজ্যগুলোতে প্রয়োজনীয় হিমঘর তৈরির নির্দেশ দেন। প্রধানমন্ত্রী অবশ্য বৈঠকে ভ্যাকসিনের দাম নিশ্চিত করেননি। বলেছেন এটা এখনো ঠিক হয়নি। তবে সিরাম সংস্থার কর্ণধার ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে বলেছেন ৫০০-৬০০ রুপি হতে পারে। পরে দাম আরও কমবে। এদের সঙ্গেই বাংলাদেশের বেক্সিমকো সংস্থার চুক্তি রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর