বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ রোধ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার উল্লেখযোগ্য অবদান রয়েছে। করোনার এ সময়টাতে মার্কিন রাষ্ট্রদূত মুখ্য ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। গতকাল সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকান অ্যাম্বাসি কর্তৃক পরিচালিত ইউএসএআইডির অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যালয়ের পরিচালক জন স্মিথ স্ক্রিন। বৈঠকে পিপিপি অথোরিটির প্রধান নির্বাহী সুলতানা আফরোজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার আশার কথা ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বড় বড় প্রকল্পের কাজ গ্রহণ করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারির গুরুত্ব স্বীকার করে প্রশংসা করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। বৈঠকে পিপিপিএর ভূমিকা, দায়িত্ব ও কৃতিত্বের রূপরেখার ওপর একটি বিশেষ প্রেজেনটেশন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, পিপিপিএ কর্তৃক বাংলাদেশে ৭৯টি প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে ছয়টির কাজ শুরু হয়েছে। খাদ্য, পরিবহন, কৃষি, পরিবেশ, পর্যটন, স্বাস্থ্য, আবাসনসহ বেশ কিছু খাতে চালু রয়েছে পিপিপিএ প্রকল্প।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর