বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকার করোনা নিয়ে বাণিজ্য করছে

নিজস্ব প্রতিবেদক

সরকার করোনা নিয়ে বাণিজ্য করছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে ব্যাপক লুটপাট করছে। তাদের নেতা-কর্মীরা সারা দেশে গরিব মানুষের জন্য বরাদ্দ চাল, ডাল, তেল লুট করে নিয়েছে। ত্রাণসামগ্রী চুরি করতে গিয়ে সহস্রাধিক নেতা-কর্মী পুলিশের হাতে ধরা পড়েছে। ক্ষমতাসীন  দলের নেতারা বলেছিলেন- করোনার  চেয়েও তারা শক্তিশালী। কিন্তু না, আসলে তারা লুটপাট-দুর্নীতিতে শক্তিশালী। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত করোনা প্রতিরোধে ‘জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন। সেলিমা রহমান বলেন, করোনার সময় জনগণের টাকা কীভাবে লুটপাট করে খেয়েছে, সারা দেশে গরিব মানুষের জন্য বরাদ্দ চাল-ডাল-তেলসহ ত্রাণসামগ্রী কীভাবে তারা চুরি করেছে- এসব মানুষ জানে। এককথায়- বর্তমান সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে জনগণের টাকা লুটেপুটে খেয়েছে। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ লুটেরাদের দল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দ্রব্যমূল্য আকাশচুম্বী। শেয়ারবাজার লুট করে খেয়েছে। দেশের সাধারণ মানুষ আজ চিকিৎসা পায় না। এই করোনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের সেবায় কাজ করছে। জনগণের উন্নয়নে কাজ করে গেছেন জিয়াউর রহমান। তাঁর ফাউন্ডেশনও সংকটকালে জনগণের জন্য কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর