শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন

জামালপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত সরকারের সময় রেখে যাওয়া দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবায় পরিণত করছেন শেখ হাসিনা। দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেছেন এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করবে সরকার। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে নিয়মিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি উন্নত চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। গতকাল দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান সেবা চালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মির্জা আজম এ কথা বলেন। তিনি বলেন, জামালপুরের মানুষকে মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করতে হতো, এখন আর সে পরিস্থিতি নেই।

সরকার পিছিয়ে পড়া জামালপুর জেলাকে উন্নত জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সরকার জামালপুরের বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ৩৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে আয়োজিত সিটি স্ক্যান মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর