শিরোনাম
মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কুষ্টিয়ায় ডোপ টেস্টে চার কর্মকর্তাসহ আট পুলিশ কনস্টেবল চাকরিচ্যুত

কুষ্টিয়া প্রতিনিধি

ডোপ টেস্টে দেহে মাদকের অস্তিত্ব পাওয়ায় কুষ্টিয়ায় আট পুলিশ সদস্যকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে। গত দেড় বছরে জেলার ১১ পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হয়। এর মধ্যে নয়জনের পজিটিভ রিপোর্ট আসে। বাকি একজনের কাছে ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। এদের মধ্যে দুজন উপ-পরিদর্শক (এসআই), দুজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), বাকিরা কনস্টেবল পর্যায়ের। ইতিমধ্যে এক এএসআইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একজনের বিষয় তদন্তাধীন। আর বাকিদের চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, কুষ্টিয়ায় যোগ দেওয়ার পর মাদকের বিষয়ে কঠোর অবস্থান নেন। সহেন্দভাজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের মে মাসে প্রথম কয়েকজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন। পরীক্ষায় নিয়মিত মাদক গ্রহণের রিপোর্ট আসে। এরপর গত দেড় বছরে পর্যায়ক্রমে ১১ জনের ডোপ টেস্ট করানো হয়। এর মধ্যে নয়জনই মাদক সেবন করতেন মর্মে রিপোর্ট আসে। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে মাদক নির্মূলের পাশাপাশি পুলিশ থেকেও চিরতরে মাদকাসক্তদের বাড়িতে পাঠাতে চাই। কোনো মাদক সেবনকারীর পুলিশে চাকরি করার অধিকার নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর