মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নারীকে পুড়িয়ে হত্যায় সৎ ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুলে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সৎ ছেলে ও তার স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উত্তরা ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নিহত সীমা বেগমের সৎ ছেলে আশিকুর রহমান নাহিদ, নাহিদের স্ত্রী জাকিয়া সুলতানা আইরিন, আইরিনের বাবা আশেক উল্লাহ, ভাই শাকিব, মামা নাসির উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম। রবিবার দুপুরে কাফরুলের বাইশটেকি ইমামনগরের একটি ফ্ল্যাট থেকে সীমা বেগমের (৩৩) দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে পোড়া ক্ষত ছাড়াও জখমের চিহ্ন ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানান, সীমার স্বামী শাহজাহান। সীমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে সীমাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সীমার ভাই হেলাল শরিফ রবিবার কাফরুল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযানে নেমে উত্তরা থেকে নাহিদ এবং মিরপুর থেকে আইরিনকে গ্রেফতার করে। বাকিদেরও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মেডিকেল সূত্র জানায়, লাশ উদ্ধারের সময় সীমার লাশ বিছানায় উপুর হওয়া অবস্থায় ছিল। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিছানা পুড়ে গেছে। তার শরীরের পেছনের দিকের অংশেও পোড়া ছিল। নিহত সীমার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। ৩-৪ মাস আগে শাহজাহানের সঙ্গে তার বিয়ে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর