শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না

অনুমতি ছাড়া রাজধানীতে সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অবশ্যই অনুমতি নিয়ে সভা-সমাবেশ হবে। কিন্তু অনুমতি চাইলে তো আপনারা দেন না। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। মিছিল-মিটিংয়ে হস্তক্ষেপ করবেন না। তবে যারা সভা-সমাবেশ করেন, তাদের প্রতি আহ্বান, আপনারা গাড়ি চলাচলে বিঘœ ঘটাবেন না। গতকাল সকালে মহাখালীর সাততলা বস্তি, মোহম্মদপুরে জহুরী মহল্লার বস্তি ও মিরপুরের কালশীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মধ্যে গণস্বাস্থ্যের কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এ ক্রান্তিকালে, এ দুর্যোগের সময় ডিএমপির নোটিসটি আমাকে মর্মাহত করেছে। মানুষ অবশ্যই অনুমতি নিয়ে সভাব-সমাবেশ করবে। কিন্তু অনুমতি নিতে গেলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা। তিনি আরও বলেন, সভা-সমাবেশের জন্য আপনাদের জানানো হবে যাতে আপনারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেন। কিন্তু ইদানীং যত বিশৃঙ্খলা হয়েছে তার জন্য সরকারই দায়ী। আজকে ভাস্কর্য-মূর্তির ঝামেলা তৈরি করতে সরকার একদিকে মদদ দিয়েছে, অন্যদিকে যখন দেখছে সামাল দেওয়া যাচ্ছে না তখন এ অবস্থা তৈরি হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর কাদির আহমেদ প্রমুখ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ঐক্যবদ্ধ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদউল্লাহ মধুর হাতে ১ হাজার কম্বল ও ১ হাজার পরিবারের খাদ্যসামগ্রী হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর