বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

করোনায় বিদেশি বিনিয়োগ নিবন্ধন কমেছে ৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিডায় বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে প্রায় ৯৩ শতাংশ। এ ছাড়া দেশি-বিদেশি মিলিয়ে সামগ্রিকভাবে ৭২ শতাংশ বিনিয়োগ নিবন্ধন কমেছে। ৩ ডিসেম্বর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সিনিয়র ইভেন্ট কো-অর্ডিনেটর মনদীপ ঘড়াই স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিডায় বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে প্রায় ৯৩ শতাংশ। একই সময়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাবও আশঙ্কাজনক হারে কমেছে। তবে করোনা সংক্রমণ শুরুর অবস্থা থেকে বর্তমানে স্থানীয় বিনিয়োগ বাড়তে দেখা গেছে। করোনা সংক্রমণ দীর্ঘায়িত হওয়ায় চলতি বছরের পরবর্তী প্রান্তিকেও বিদেশি বিনিয়োগ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিডা জানায়, চলতি বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নয়টি শতভাগ ও ১১টি যৌথ বিনিয়োগের জন্য মোট ২০টি নিবন্ধিত বিদেশি শিল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ২৮৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ৪৪টি শতভাগ বিদেশি ও যৌথ বিনিয়োগের জন্য শিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল ১৭ হাজার ৪০১ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বিদেশি বিনিয়োগের প্রস্তাব কমেছে ৯২ দশমিক ৬১ শতাংশ বা ১৬ হাজার ১১৪ কোটি ৯২ লাখ টাকা। দেশে করোনা সংক্রমণের শুরুর সময়কাল থেকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি বিনিয়োগ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে আটটি নিবন্ধিত শিল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪ হাজার ১৫০ কোটি টাকা, যা পরবর্তী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে ৬৯ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিডায় ২১৩টি নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে ১৩ হাজার ৯৫১ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২৪৯টি নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ছিল ৫০ হাজার ১১৭ কোটি টাকা। এ হিসাবে ২০১৯ সালের তুলনায় চলতি প্রথম প্রান্তিকে বিডায় মোট বিনিয়োগ প্রস্তাব কমেছে ৭২ দশমিক ১৬ শতাংশ। অবশ্য বিদেশি বিনিয়োগ প্রস্তাবে যে হারে ধস নেমেছে, সে তুলনায় স্থানীয় বিনিয়োগ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখা গেছে। যদিও ২০১৯ সালের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অস্বাভাবিক হারে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে। তবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় তা বাড়তে দেখা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিবন্ধিত ১৯৩টি স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ১২ হাজার ৬৬৬ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে। আগের বছরের একই সময়ে ২০৫টি স্থানীয় শিল্পে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ছিল ৩২ হাজার ৭১৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে নিবন্ধিত স্থানীয় শিল্পের বিনিয়োগ প্রস্তাব কমেছে ২০ হাজার ৫০ কোটি টাকা বা ৬১ দশমিক ২৮ শতাংশ। তবে এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমলেও স্থানীয় শিল্পে তা বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগের এই নাজুক পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, চলমান মহামারীতে সব দেশেই বিনিয়োগে খরা চলছে। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দীর্ঘ লকডাউনের কারণে অনেক দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপের মুনাফা কমে গেছে, কেউ কেউ বড় লোকসানের মুখে পড়েছে। এ অবস্থায় কেউ আর অন্য দেশে বিনিয়োগ করছে না। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থা কাটতে সময় লাগবে। করোনা সংক্রমণের কারণে দেশে টানা ৬৬ দিন লকডাউন থাকায় স্থানীয় বিনিয়োগ পরিস্থিতির চরম অবনতি ঘটে। স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এ সময় নতুন বিনিয়োগ অনেকটা থমকে দাঁড়ায়। ফলে চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে স্থানীয় বিনিয়োগের পরিমাণ নেমে আসে মাত্র ১ হাজার ৮২৬ কোটি টাকায়। লকডাউন-পরবর্তী ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্থানীয় বিনিয়োগ পরিস্থিতিরও কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্থানীয় শিল্পে বিনিয়োগ প্রস্তাব আগের প্রান্তিকের তুলনায় ৫৯৩ শতাংশ বা ১০ হাজার ৮৪০ কোটি টাকা বেড়েছে।

চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে কেমিক্যাল শিল্প খাতে, যা দেশি-বিদেশি মোট বিনিয়োগ প্রস্তাবের ২৯ দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া শিল্প খাতে ২৬ দশমিক ১ শতাংশ, প্রকৌশল খাতে ১৯ দশমিক ৩৯ শতাংশ, বিবিধ খাতে ১৬ দশমিক ৯২ শতাংশ, খাদ্য ও অনুষঙ্গ খাতে ৬ দশমিক ২২ শতাংশ, গ্লাস ও সিরামিক ১ দশমিক ৬৬ শতাংশ এবং সেবা খাতে শূন্য দশমিক ৫৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এসব শিল্পে মোট ২৬ হাজার ৫০৫ জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বিডা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর