বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এসএমই খাতে বিনিয়োগ বাড়াতে হবে

----- ড. আতিউর রহমান

এসএমই খাতে বিনিয়োগ বাড়াতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, কর্মসংস্থান বাড়াতে হলে এসএমই ও সিএসএমই খাতকে অধিক গুরুত্ব দিতে হবে। করোনা মোকাবিলায় সরকার যেসব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সেগুলোর আওতায় বড় বড় শিল্পের মালিকরা সুবিধা পেলেও এসএমই ও সিএসএমই খাতের উদ্যোক্তারা উপযুক্ত সহায়তা পাচ্ছেন না। ব্যাংকগুলোও তাদের ঋণ দিতে অনীহা দেখাচ্ছে। এর সঙ্গে আরেকটি খাত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হলো অপ্রাতিষ্ঠানিক খাত। দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত। তারাও ব্যাংকের সুবিধা খুব একটা পাচ্ছে না। তাদের ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে। ব্যাংকিং সেবা মানে তাদের ছোট ছোট অঙ্কের ঋণ দেওয়া, যেন তারা কর্মমুখী কিছু করতে পারে। এ বিষয়টা বাংলাদেশ ব্যাংকের উচিত আরও নিবিড়ভাবে মনিটরিং করা। এখানে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। ব্যাংকগুলো প্রতিদিন কতজনকে ঋণ দিচ্ছে, কয়টা ফাইল তারা ঝুলিয়ে রাখছে এসব বিষয়ে তদারকি বাড়াতে হবে। তিনি বলেন, ‘কভিডের কারণে চলতি বছরের শুরুতে অর্থাৎ মার্চ থেকে জুনে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয়েছে সবকিছু। অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার চেষ্টা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে সময়োপযোগী কতগুলো প্রণোদনা প্যাকেজ, এখন যেগুলোর সুবিধা নিয়ে অনেকেই ঘুরে দাঁড়িয়েছে। এসব সে সময় না করলে আমাদের আরও বেশি ক্ষতি হতো। আরেকটি বিষয় হলো, আমরা আমাদের কৃষি খাত সচল রাখতে পেরেছি। এবারও ১০ লাখ টনের বেশি চাল উৎপাদিত হয়েছে। এটা আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক।’ সাবেক এই গভর্নর বলেন, ‘কভিড-পরবর্তী বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। যারা গ্রামে ফিরে গেছে তাদের শহরে ফিরে আসার সুযোগ দিতে হবে। আর যারা ফেরার সুযোগ পাবে না বা পাচ্ছে না, গ্রামেই তাদের কাজের ব্যবস্থা করতে হবে।’ এ ক্ষেত্রে এসএমই ও সিএসএমই খাতটা খুবই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর