বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তাদের পরবর্তী প্রজন্মই ভাস্কর্য-বিরোধিতায়

নিজস্ব প্রতিবেদক

তাদের পরবর্তী প্রজন্মই ভাস্কর্য-বিরোধিতায়

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের যারা কাফের বলেছিলেন, তাদের পরবর্তী প্রজন্মই ভাস্কর্য-বিরোধিতা করছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শেখ ফজলুল হক মণির জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের               উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন টয়েল প্রমুখ। ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের ভাবধারা-নীতি-আদর্শে বিশ্বাসী পরবর্তী প্রজন্ম বাধাদানের চেষ্টা করছে। ১৯৭১ সালে তারা ফতোয়া দিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়াই করছে তারা কাফের। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা ইমানের বরখেলাপ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর