বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশের মানুষের পৈতৃক সম্পত্তি পদ্মা সেতু : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম পি বলেছেন, ‘পদ্মা সেতু দেশের মানুষের পৈতৃক সম্পত্তি। তবে বিএনপি’র নয়। কেননা, বিএনপি সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে।’ ‘পদ্মা সেতু কারও  পৈতৃক সম্পত্তি নয়’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি, পদ্মা সেতু হয়ে গেছে।’ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।

সর্বশেষ খবর