সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অনেকেই ঘুরে দাঁড়াতে পারেননি : আবুল কাশেম খান

অনেকেই ঘুরে দাঁড়াতে পারেননি : আবুল কাশেম খান

ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এ কে খান অ্যান্ড কোম্পানির পরিচালক আবুল কাশেম খান বলেছেন, ‘শিল্প খাত অনেকটাই ঘুড়ে দাঁড়িয়েছে। কিন্তু এদের অনেকেই আবার এখনো পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। এতে সারা বিশ্বের মতো আমাদের এখানেও এর প্রভাব পড়ছে। ফলে সরকারি সহায়তাগুলো আরও কিছুদিন অব্যাহত রাখা জরুরি। নইলে আবারও বিপর্যয় নেমে আসতে পারে।’ গতকাল বর্তমান ব্যবসা-বাণিজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের সঙ্গে দেশের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান জড়িত। আমরা এখন ধীরে ধীরে শিল্পবিপ্লবের দিকে এগোচ্ছি। ঠিক এমন মুহূর্তে করোনার ধাক্কা সামলাতে পুরো শিল্প খাতকে হিমশিম খেতে হচ্ছে। এর কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ছোট ছোট উদ্যোক্তা তো বটেই, অনেক বড় শিল্পও বিপর্যয় ঠেকাতে হিমশিম খেয়েছে মার্চ থেকে জুনে। সে সময় সরকারি সহায়তা না পেলে হয়তো পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত। তা হয়নি সরকারের দ্রুত পদক্ষেপের কারণে। এখন এ সহায়তা আরও কিছুদিন অব্যাহত রাখা জরুরি। বিশেষ করে ব্যাংকঋণ-সংক্রান্ত এবং প্রণোদনার যে অর্থ ব্যবহার করছেন উদ্যোক্তারা, সে সুবিধা আরও কিছুদিন অব্যাহত থাকা প্রয়োজন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর