সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
মনোনয়নপত্র দাখিল শেষ, কাল বাছাই

৬১ পৌরসভায় মোট প্রার্থী ৩৫৬২ জন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল গতকাল শেষ হয়েছে। এ নির্বাচনে ৬১ পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬২ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৬৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিন পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৫৬২ জন। গতকাল নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে কাল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এ ছাড়া আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৩০ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইলেকট্র্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও ৩২ পৌরসভায় ব্যালটে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। ইসি জানিয়েছে, ৬১ পৌরসভার মধ্যে কোনো কোনো পৌরসভায় মেয়র পদে ২ থেকে ৮ জন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ৮ জন করে মেয়র প্রার্থী রয়েছে ৩ পৌরসভায়। আর ৮ পৌসভায় রয়েছেন ২ জন করে মেয়র প্রার্থী। আর কাউন্সিলর পদে সর্বোচ্চ প্রার্থী ১১৫ জন রয়েছেন কুষ্টিয়া পৌরসভায়। আর সিরাজগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০৭ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-

শরীয়তপুরে গতকাল উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র অ্যাডভোকেট পারভেজ রহমান, বিএনপির অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, জাতীয় পার্টির সাহেদ সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের তানভির আহমেদ বেলাল। বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ ৪ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, বিএনপির বর্তমান মেয়র মো. জুলফিকার আলী, দুই স্বতন্ত্র প্রার্থী এইচ এম দুলাল ও মহিদুল আলম গামা। খাগড়াছড়িতে মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের নির্মলেন্দু চৌধুরী, বর্তমান মেয়র মো. রফিকুল আলম (স্বতন্ত্র), বিএনপির ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির ফিরোজ। ঝিনাইদহের শৈলকুপায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, বিএনপির সাবেক মেয়র খলিলুর রহমান, স্বতন্ত্র শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, তৈয়বুর রহমান খান, জাতীয় পার্টির আবু জাফর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উসমান গনি।

মাগুরা পৌরসভা নির্বাচনে ৩ প্রার্থী মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিএনপির সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মশিউর রহমান। সুন্দরগঞ্জে (গাইবান্ধা) পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুুল্লাহ আল মামুন, দেবাশীষ কুমার সাহা, মো. খয়বর হোসেন সরকার মওলা, বিএনপির আবু খায়ের মো. মশিউর রহমান সবুজ, জাতীয় পার্টির মো. আবদুর রশিদ সরকার ডাবলু, মো. আল শাহাদৎ জামান, মাজেদা বেগম, গোলাম আহসান হাবীব মাসুদ।

রূপগঞ্জের (নারায়ণগঞ্জ) তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মিসেস হাসিনা গাজী, বিএনপির নাসির উদ্দিন, ইসলামী আন্দোলনের আবু সাঈদ। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আশরাফুল ইসলাম মন্টু, বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু, ইসলামী আন্দোলন পার্টির আবদুর রাজ্জাক।

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (আওয়ামী লীগ), শহিদুজ্জামান শহীদ (বিএনপি), আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), শামছুল আলম (স্বতন্ত্র), আহছানুল করিম (স্বতন্ত্র), মির্জা হাসান (স্বতন্ত্র), মতলুবর রহমান (স্বতন্ত্র)। সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আবদুল্লাহ আল মামুন (আওয়ামী লীগ), আবদুুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), মাজেদা বেগম (স্বতন্ত্র), দেবাশীষ কুমার সাহা (আওয়ামী লীগ, বিদ্রোহী), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), খয়বর হোসেন মওলা (আওয়ামী লীগ বিদ্রোহী), আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), গোলাম আহসান হাবীব মাসুদ (ইসলামী আন্দোলন)। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল সিরাজগঞ্জের পাঁচ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি এবং আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী মিলে ১৮ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী সাইদুর রহমান বাচ্চু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আবদুর রউফ মুক্তা, স্বতন্ত্র প্রার্থী টি আর এম নুরে আলম হেলাল, বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী হাজী আলতাব হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা ও উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী আজাদ রহমান, বিএনপি বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আরিফ বিন হাবিব, রায়গঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুুল্লাহ্ আল পাঠান, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ এবং কাজিপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুুল হান্নান তালুকদার, বিএনপি মনোনীত প্রার্থী আল-আমিন ও স্বতন্ত্র প্রার্থী আবদুুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ার তিনটি পৌরসভায় মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুস সাত্তার, বিএনপির সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিএনপির বিদ্রোহী আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ এমরান কামাল খান। বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আশরাফুল ইসলাম মন্টু, বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুুর রাজ্জাক; সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মতিউর রহমান মতি, বিএনপির ছাবিনা ইয়াছমিন, স্বতন্ত্র বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর শাহী সুমন, সাবেক আওয়ামী লীগ নেতা আবদুর রশীদ ফরাজী ও আলী আজগর মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লার চান্দিনা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ আটজন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছে বিএনপি মনোনীত একজন প্রার্থী। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শওকত হোসেন ভূইয়া, বিদ্রোহী বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, বিএনপির সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী রেজাউল করিম, স্বতন্ত্র শামীম হোসেন, সাবেক মেয়র আবদুল মান্নান সরকার ও হুমায়ুন কবির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর