সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ষড়যন্ত্র করে লাভ হবে না, ঐক্য অনেক সুদৃঢ় : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীর ঐক্য ভাঙতে দেশ ও বিদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনীর ঐক্য অনেক বেশি সুদৃঢ়। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। গতকাল সকালে বাংলাদেশ সেনাবাহিনীতে নবগঠিত মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশ ও বিদেশের মাটিতে সেনাবাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। সেনাবাহিনীর সুনাম ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘কুচক্রী মহলের বোঝা উচিত সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ব, প্রশিক্ষিত এবং পেশাদার। যাদের এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। আমি সবাইকে সব ধরনের প্রপাগান্ডা, রিউমার ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি।’ ২০১৭ সালে সরকার ঘোষিত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। গতকাল ঢাকা সেনানিবাসে এর পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম প্রদান করে। পরে সেনাপ্রধান নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার পতাকা উত্তোলন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর