সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব নেপাল প্রধানমন্ত্রীর

প্রতিদিন ডেস্ক

পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব নেপাল প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে নতুন সাধারণ নির্বাচনের সুপারিশ করেছেন। গতকাল সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। পার্লামেন্ট ভেঙে দেওয়া হোক। নেপালের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা বিষ্ণু রিজাল জানিয়েছেন, নিজ দলের সমর্থন হারানোর পর সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন করে জনসমর্থন চাওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে চাপ বাড়ছিল কেপি শর্মা ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি। তা ছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল। নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন ওলি। কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন। নেপাল সরকারের এক মন্ত্রী জানান, রবিবার সকালে ডাকা জরুরি বৈঠকে ওলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশের প্রস্তাব করলে ‘কেউই তাতে আপত্তি জানাননি’। ২০২২ সালে নেপালের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মন্ত্রিসভা সুপারিশ করায় প্রেসিডেন্ট ভান্ডারির হাতে এখন পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ডাকার সুযোগ সৃষ্টি হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর