মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন লেগে পুড়ে যায় ঘর -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর মিরপুরের তালতলা বস্তিতে ভয়াবহ আগুনে ৫৫ ঘর পুড়ে গেছে। গতকাল দুপুরে মিরপুর-১১ নম্বর সেকশনে অবস্থিত বস্তিতে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাসখানেক আগে এই বস্তির অন্য প্রান্ত কালশী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছিল। সেখানে অন্তত তিন শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ২টার দিকে কালশী নাভানা টাওয়ারের পেছনে তালতলা বস্তিতে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে যায়। আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। বস্তির চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। প্রথমে বস্তিবাসীরা নিজ উদ্যোগে পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করে।

তালতলা বস্তির বাসিন্দা ছোটন বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে কেউ কিছুই নিয়ে বের হতে পারেননি। কোনো রকম নারী ও শিশুদের নিয়ে বের হয়েছি। বস্তির অনেকে হাঁসমুরগি পালত, তাও বের করতে পারেননি কেউ। বস্তির বাসিন্দা রহিমা বেগম বলেন, গত মাসেও বস্তির অন্য মাথায় (কালশী বস্তিতে) আগুন লাগে। এবার এই বস্তি পুড়ে গেল। আগুনের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম বলে বিলাপ করতে থাকেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন বলেন, মিরপুরের তালতলা বস্তির আগুনে ৫৫টি ঘর পুড়ে গেছে। আমাদের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। দিনের বেলায়    আগুন লাগায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাতে আগুন লাগলে হতাহতের সম্ভাবনা প্রকট ছিল। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে তারা সমন্বিতভাবে কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের জন্য স্থানীয় ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা থাকা, খাওয়া ও শীতবস্ত্রের ব্যবস্থা করেছে। গৃহহীন বস্তিবাসীদের স্থানীয় প্রভাতী স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, তালতলা বস্তিতে অন্তত ২০০ ঘর রয়েছে। এর মধ্যে আগুনে পুড়েছে দেড় শতাধিক ঘর। যদিও ফায়ার সার্ভিস বলছে অর্ধশতাধিক ঘর পুড়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ মাসে কমপক্ষে ৩০ বার রাজধানীর বস্তিগুলোতে আগুনের ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর