মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না

-ড. ইমতিয়াজ আহমেদ

ভ্যাকসিন ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না

করোনাভাইরাসের মহামারী চলাকালীন ভ্যাকসিন ছাড়া অর্থনীতিকে এগিয়ে  নেওয়া যাবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ভ্যাকসিন দেওয়া শুরু হলেই মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। অর্থনৈতিক বিষয়াদি নিয়ে কর্মকান্ড গতি পাবে। এটা অনেক দেশই শুরু করেছে, বাংলাদেশেরও শুরু করা প্রয়োজন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের কূটনীতির সামনে এখন বড় চ্যালেঞ্জ দুটো- মহামারী ও রোহিঙ্গা। এর মধ্যে করোনাভাইরাসের মহামারী মোকাবিলা সবার আগে। প্রয়োজন হলো যত তাড়াতাড়ি ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে আনা যায়। সব দেশের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ রাখা দরকার। যাতে কোনো একক দেশের ওপর নির্ভরশীল না থাকতে হয়। কারণ যত বেশি দেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে যোগাযোগ থাকবে তত বেশি ‘বার্গেইনিং পাওয়ার’ থাকবে বাংলাদেশের কাছে। বাংলাদেশ যেহেতু সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলছে, সেক্ষেত্রে সব দেশের কাছ থেকে ভ্যাকসিন  নেওয়ার আলোচনা চালানো যেতেই পারে। তিনি বলেন, মহামারী মোকাবিলার সঙ্গে অর্থনৈতিক কর্মকান্ড বা অর্থনৈকি কূটনীতিক সবকিছুরই সম্পর্ক আছে। বাংলাদেশ যত তাড়াতাড়ি মহামারী মোকাবিলা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। ড. ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের কূটনীতিতে এখন দ্বিতীয় প্রায়োরিটি। কারণ এটাও একটা বিশাল সমস্যা। এর সমাধানেও অনেক বেশি মনোযোগ প্রয়োজন।

 

সর্বশেষ খবর