মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিএনপি ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না। গতকাল দুুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক          লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় তিনি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে রয়েছে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে তারা নিন্দিত, অন্যদিকে দলের ভিতরেও রয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট। বিএনপিসহ সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সোচ্চার থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না। এ দেশ সমৃদ্ধ হলে, অর্থনীতির ভিত মজবুত হবে। কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে। তারা আজও সক্রিয় নানা অপকৌশলে। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, ম. আবদুর রাজ্জাক, তানভীর শাকিল জয় এমপি প্রমুখ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। সে ক্ষেত্রে ভাস্কর্য যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হতো তাহলে ভাস্কর্য সেখানে থাকত না। আমাদের দেশের কিছু ব্যক্তি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, আমরা আলেমদের সম্মান করি। কিন্তু ওয়াজ মাহফিলের নামে যা করছেন তাতে কি আপনাদের সম্মান ধরে রাখতে পারছেন? আপনারাই একে অপরকে চিটার-বাটপার বলছেন। ধর্মের নানা রকম অপব্যাখ্যা দিচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথাকে বিশ্বাস করে না।

সর্বশেষ খবর