মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
১০১ আলেমের বিবৃতি

মামুনুলদের মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

দেশের ১০১ জন খ্যাতনামা আলেম বলেছেন, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল এটিকে হত্যাকান্ড আখ্যা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দেশের ৩৬ জন আলেম-উলামার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আলেমরা বলেন, আল্লামা শফীর  মৃত্যু ছিল স্বাভাবিক, যা দেশবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট। মৃত্যুর এত দিন পর দেশ ও জাতিকে বিভ্রান্ত করার জন্য তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে মিথ্যা ও চক্রান্তমূলক মামলা করা হয়েছে। এ মামলা জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা বলেন, একটি মহল আল্লামা শফীর জীবদ্দশায় তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তারা সরকারের মুখোমুখি আলেমদের দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ফায়দা হাসিল করতে চাইছে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ তাদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আলেমরা বলেন, আল্লামা মামুনুল হক দেশের সম্পদ ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তায় একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে তাকে মামলায় জড়িয়েছে। হামলা-মামলা দিয়ে আলেম-উলামাদের হকের আওয়াজ বন্ধ করা যাবে না। বিবৃতিদাতারা হলেন মাওলানা আবুল কালাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফারুক আহমদ, মুফতি হিফজুর রহমান, মাওলানা আলী উসমান, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা সাঈদ নূর, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবদুল বাসিত খান, মাওলানা তালহা, হাফেজ মাওলানা জুবায়ের, মাওলানা সিদ্দীক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা ইসমাঈল, মাওলানা আমির হোসাইন, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, শাইখুল হাদিস মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মুফতি হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

সর্বশেষ খবর