মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অর্থ পাচারে জড়িত দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চায় হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে যারা বিদেশে বাড়ি করেছেন বা কিনেছেন এমন বাংলাদেশি, যাদের দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্ট আছে তাদের তালিকা চেয়েছে হাই কোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে এ তালিকা জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

আদালত আদেশে বলেছে, দুর্নীতি বা অর্থ পাচারের মাধ্যমে যারা বিদেশে বাড়ি করেছেন এবং তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) দিয়ে দেশে-বিদেশে নির্বিঘ্নে আসা-যাওয়া করছেন তাদের তালিকা দিতে হবে। এ সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে             এম আমিন উদ্দিন মানিক। কানাডাসহ দেশের বাইরে অর্থ পাচারকারীদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়ে ২২ নভেম্বর আদেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে রুল জারি করে। ওই রুলের শুনানির ধারাবাহিকতায় গতকাল মামলাটি তালিকায় ছিল। শুনানির শুরুতে দুদকের আইনজীবী আদালতের কাছে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়ে আদেশ প্রার্থনা করেন। এ সময় আদালত বলে, ‘দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা তা আমরাও জানতে চাই।’ পরে আদালত এ বিষয়ে আদেশ দেয়। এর আগে ১৭ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে অর্থ পাচারকারীদের তালিকা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি হাই কোর্ট। এরপর হাই কোর্ট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে পরবর্তী তালিকা দিতে বলে। ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অর্থ পাচার নিয়ে বক্তব্য দেন। তারপর এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। তা দেখেই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।

 

সর্বশেষ খবর