মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সিনহা হত্যা মামলা

অভিযোগপত্র গ্রহণ পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে এই মামলার পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, গত ১৩ ডিসেম্বর র‌্যাবের তদন্ত  কর্মকর্তার দেওয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও  টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলার আসামি সিফাত ও শিপ্রাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘ চার মাস আট দিন তদন্ত শেষে টেকনাফ থানার আলোচিত ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে আসামি করে চার্জশিট দেয় র‌্যাবের তদন্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। এএসআই সাগর দেব পলাতক বলে উল্লেখ করা হয়। তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম কক্সবাজার আদালত প্রাঙ্গণে বলেন, গত ১৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। বিজ্ঞ আদালত গতকাল শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেছে। আর সিফাত এবং শিপ্রাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

সর্বশেষ খবর