বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পদক্ষেপ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পদক্ষেপ নিতে হবে

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সেবাদানকারী সংস্থাগুলো বাংলাদেশের একটি বড় শক্তি। এই শক্তি একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। জবাবদিহি ও দায়বদ্ধতার মধ্য থেকে কতটা স্বাধীনভাবে সংস্থাগুলো কাজ করতে পারে-সে ব্যাপারে সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রগতিমুখী সমাজ গঠনে বেসরকারি সব সংস্থার জোটবদ্ধ হওয়া একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। গতকাল বাংলাদেশের সিএসওগুলো (সিভিল সোসাইটি অরগানাইজেশন)-এর একটি বৃহত্তর জোট গঠন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এ ছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম। সারা দেশের পাঁচ শতাধিক এনজিও এবং সিভিল সোসাইটি সংস্থার নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন শিক্ষাবিষয়ক জোট ক্যাম্পের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এম মোরশেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বেসরকারি অধিকার সংস্থা নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইএনজিও ফোরামের সফিকুল ইসলাম, বাংলাদেশের জাতীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর