বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ও বিএনপি সুশাসন দিতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ও বিএনপি সুশাসন দিতে ব্যর্থ

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়। গতকাল জি এম কাদেরের উত্তরার বাসভবনে চেয়ারম্যানের নবনিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানাকে স্বাগত জানিয়ে একথা বলেন তিনি। জি এম কাদের বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হবে। ব্র্যান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। জাতীয় পার্টি দেশবাসীর সামনে একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দলকে আরও সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান এবং অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, সাহিত্য বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, জাতীয় পার্টির নেতা এস এম মুশফিকুর রহমান, রাশেদ মজুমদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর