শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের শোক

নিজস্ব প্রতিবেদক

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

খ্যাতনামা ব্যবসা-প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ হাসেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত রোগ ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃতু্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে এম এ হাসেমকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এম এ হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হাসেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা-বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান তাঁকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে। আহমেদ আকবর সোবহান এম এ হাসেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে এম এ হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাবেক চেয়ারম্যান। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমের জন্ম ১৯৪৩ সালের ৩০ আগস্ট নোয়াখালী জেলায়। ১৯৬২ সালে তামাকপণ্যের মাধ্যমে ব্যবসা শুরু করেন তিনি। বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাসেম করপোরেশন লিমিটেড। স্বাধীনতার পর দেশের চাহিদা মেটাতে এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি রড, সিমেন্ট, স্টিল, চাল, চিনি, দুধ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি শুরু করেন। এরপর একে একে গড়ে তুলেছেন নামকরা সব শিল্প-প্রতিষ্ঠান। পারটেক্স গ্রুপকে তিনি শূন্য থেকে দেশের অন্যতম বৃহৎ কোম্পানিতে রূপান্তর করেন। বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী থেকে তিনি এমপি নির্বাচিত হন। তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকান্ডে জড়িত ছিলেন। নোয়াখালীতে তিনি নিজের নামে অলাভজনক একটি হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি পারটেক্সের অধীনে রয়েছে ফার্নিচার, বোর্ড, প্লাস্টিক, ভোগ্যপণ্য, পেপার, তুলা, গার্মেন্টস, পাট, আবাসন, টেক্সটাইল, এগ্রোসহ অনেক ব্যবসা। পেশাগত জীবনে তিনি সত্য ও সততার প্রতি কখনো আপস করতেন না। কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার জন্য তিনি নবাগত উদ্যোক্তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এম এ হাসেমের পাঁচ পুত্রসন্তানের মধ্যে সবার বড় আজিজ আল কায়সার টিটো পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের চেয়ারম্যান। দ্বিতীয় সন্তান আজিজ আল মাহমুদ মিঠু পারটেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান। পারটেক্স গ্রুপের বিভিন্ন কোম্পানির দেখভাল করছেন তাঁর মেজো দুই ছেলে আজিজ আল মাসুদ ও আশফাক আজিজ রুবেল। শওকত আজিজ রাসেল দেখছেন আম্বার গ্রুপ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালকের দায়িত্বেও রয়েছেন।

সর্বশেষ খবর