শিরোনাম
রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাইস চেয়ারম্যানের শেষ স্ট্যাটাসে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন তার জীবনের শেষ স্ট্যাটাসে যেসব কথা লিখেছেন তাকে ঘিরে জল্পনা চলছে, সেলিনার মৃত্যুর জন্য দায়ী কারা? গতকাল বেলা ২টায় ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার সৈয়দ শাহ আলীর মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে সেলিনাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানান, তিনি মারা গেলে এর জন্য তিন ব্যক্তি দায়ী থাকবেন যারা তাকে মানসিক ও আর্থিকভাবে কষ্ট দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। স্ট্যাটাসে এই তিন ব্যক্তির নাম উল্লেখ না করলেও তাদের ব্যাপারে তার মেয়ে অবগত আছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন। শুক্রবার বেলা ১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর পর সেলিনা ইয়াসমিনের স্ট্যাটাস নিয়ে সিলেটজুড়ে জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে কে সেই তিন ব্যক্তি? তাদের সঙ্গে কী সম্পর্ক ছিল সেলিনার?

সূত্র জানায়, স্ট্যাটাসে যে তিনজনকে ইঙ্গিত করা হয় তাদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা ও অন্যজন প্রকৌশলী। তবে পুরো বিষয়টি খোলাসার জন্য সেলিনা ইয়াসমিনের একমাত্র মেয়ে সেঁজুতির সঙ্গে কথা বলবে পুলিশ। ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সেলিনা ইয়াসমিন মৃত্যুর আগে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি তিন ব্যক্তিকে ইঙ্গিত করে গেছেন। পুরো বিষয়টি খোলাসা না করলেও তিনি সব তথ্য তার মেয়ের কাছে রয়েছে বলে ফেসবুকে লিখে গেছেন। পুলিশ ফেসবুকে বর্ণিত বিষয়কে সূত্র ধরে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তথ্য উদঘাটনে পুলিশ সেলিনা ইয়াসমিনের মেয়ের সঙ্গেও কথা বলবে। প্রসঙ্গত, সেলিনা ইয়াসমিন প্রায় এক মাস ধরে কিডনি ও ডায়াবেটিসসহ জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর তিনি ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানান, তার শারীরিক, মানসিক ও অর্থনৈতিক অবস্থার কোনো ক্ষতি হলে, সে জন্য মাত্র তিনজন মানুষ দায়ী থাকবে। সব প্রমাণ তার মেয়ের কাছে আছে।

সর্বশেষ খবর