রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা এবার অনিশ্চিত

আফজাল হোসেন, টঙ্গী

রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে ৮ জানুয়ারি অনুষ্ঠেয় ৫৬তম বিশ্ব ইজতেমা এবার হচ্ছে না। করোনা মহামারীর কারণে সরকারিভাবে পরিষ্কার কোনো নির্দেশনা এখনো পায়নি আয়োজক কমিটি, যে কারণে ময়দানের প্রস্তুতিমূলক সব কার্যক্রম বন্ধ রয়েছে। গতবারের সিদ্ধান্ত মোতাবেক ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাত, এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২১ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি হওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সাদপন্থি একটি সূত্র স্বল্প পরিসরে হলেও ইজতেমা করার অনুমতি পাওয়ার আশাবাদী। টঙ্গী এরশাদনগর বড়বাজার মসজিদের ইমাম মুফতি কামাল হোসেন বলেন, সারা দেশে সব হচ্ছে, পর্যটন খুলে দেওয়া হয়েছে, নির্বাচনে হাজার হাজার লোক একত্রে মিটিং-মিছিল করছে, তাহলে যেখানে আল্লাহ ও কোরআন হাদিসের কথা বলবে সেখানে কোনো বাধা থাকতে পারে না। তা ছাড়া বিশ্বের দ্বিতীয় ধর্মীয় মজমা হলো বিশ্ব ইজতেমা। তাই টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হওয়া উচিত। এ বিষয়ে ওলামা শুরার পক্ষে আয়োজক কমিটির মুরব্বি ডা. সাহাবুদ্দিন বলেন, এবার ইজতেমা হবে কি না তা অনিশ্চিত। করোনার কারণে সরকারিভাবে নির্দেশনা না পেলে বলা যাচ্ছে না কিছু। সাদপন্থি মনিরুজ্জামান মনিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিশ্ব ইজতেমা সফল করতে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলে চিঠি দেওয়া হয়েছে। আশা করি স্বল্প পরিসরে হলেও ইজতেমা করার অনুমতি পাব। তবে জানুয়ারির প্রথম দিকে হচ্ছে না এটা ঠিক। এ ব্যাপারে জিএমপি উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারি কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে করোনা মহামারী থাকলে ইজতেমা না হওয়ার সম্ভাবনাই বেশি।

সর্বশেষ খবর