মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শওকতের জবাবে সন্তুষ্ট বিএনপি, উত্তর নেই হাফিজের বিষয়ে

নিজস্ব প্রতিবেদক

শোকজের জবাবে সন্তুষ্ট হয়ে দলে কাজ করার অনুমতি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। তাকে দেওয়া শোকজের জবাব দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়। গত রবিবার শওকত মাহমুদের হাতে একটি চিঠি পৌঁছে দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

চিঠিতে তাকে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। দলের নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়, এমন কোনো কাজ না করতে বলা হয়। তবে দলের আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) এখনো বিএনপির পক্ষ থেকে কোনো চিঠি পাননি। তাকে শোকজ করা হলে তিনিও দলকে শোকজের জবাব পাঠান। গত ১৪ ডিসেম্বর মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই শোকজে স্বাক্ষর করেন। দলের নাম ব্যবহার করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে জন্য শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য বলা হয়। পরে বিএনপির দুই নেতাই শোকজের জবাব দেন।

সর্বশেষ খবর