বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাইরাস নিয়ন্ত্রণ মানুষের হাতে আনতে হবে

-ডা. মুশতাক হোসেন

ভাইরাস নিয়ন্ত্রণ মানুষের হাতে আনতে হবে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, ‘করোনার ঝুঁকি দেশজুড়ে এখনো রয়েছে। তবে হঠাৎ করে কোথাও সংক্রমণের  বিস্ফোরণ না ঘটায় কিছুটা বিপদ কমেছে। নতুন বছরে ভাইরাসের নিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে। আগামী বছর ভাইরাসের নিয়ন্ত্রণ যেন আমাদের হাতে থাকে, সে অনুযায়ী কাজ করতে হবে।’ করোনা পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ডা. মুশতাক বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শুরুর দিকে লকডাউন দেওয়া হয়েছে, যাতায়াত সীমিত করা হয়েছে। কিন্তু এখন আর সে উদ্যোগে যাওয়ার পরিস্থিতি নেই। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে রোগী শনাক্ত, আইসোলেশন, কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করতে হবে। এটাকে বলে ‘ব্ল্যাংকেট অ্যাপ্রোচ’। তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। শাস্তির ভয় দেখিয়ে সমস্যা সমাধান করা যাবে না। মাস্ক পরাতে সচেতন করতে হবে, বোঝাতে হবে। রোগ প্রতিরোধ করতে হলে রোগীর সংখ্যা কমাতে হবে। হঠাৎ করে ভাইরাস খারাপের দিকে যেতে পারে। একপর্যায়ে ভাইরাস দুর্বল হয়ে গিয়ে মৌসুমি রোগের পর্যায়ে যেতে পারে। কিন্তু সে সময় পর্যন্ত বসে থাকলে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাবে। নিজেদের সুরক্ষা ও সচেতনতা বাড়াতে হবে। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শতভাগ কার্যকর টিকা এখনো পাওয়া যায়নি। এই টিকা কত দিন সুরক্ষা দেবে সে বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। তাই টিকা গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনাভাইরাস ঠেকাতে খুব দ্রুত এই টিকা উদ্ভাবন করা হয়েছে। পরবর্তী প্রজন্মের (নেক্সট জেনারেশন) টিকার আরও উন্নতি হবে। কিন্তু তত দিন মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে।

সর্বশেষ খবর