শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কর্মসংস্থানে কঠিন চ্যালেঞ্জ

------- সালেহ উদ্দিন আহমেদ

কর্মসংস্থানে কঠিন চ্যালেঞ্জ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনা মহামারীর কারণে আমাদের অর্থনৈতিক কাঠামোর ভঙ্গুর চিত্র দেখতে পেয়েছি। দুর্নীতি-অনিয়ম দীর্ঘকালব্যাপী থাকলেও অদক্ষতার এ চিত্র সামনে আসেনি। মহামারীর কারণে মানুষ কাজ হারিয়েছে কিন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। প্রবৃদ্ধি বাড়ানোর অর্থনীতি দিয়ে কর্মসংস্থান হবে না। সে জন্য আলাদা মনোযোগ দিতে হবে। শুধু শহরে নয়, গ্রামীণ অর্থনীতি মূলধারায় রাখতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির সার্বিক চিত্রে এখন খুবই সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি খাত- স্বাস্থ্য ও শিক্ষা। স্বাস্থ্য খাতে সরকার চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। আমাদের স্বাস্থ্য খাত কোনো উন্নতি যে করেনি সে বিষয়টি স্পষ্ট। এখন ভ্যাকসিন আসবে। কারা পাবে, কীভাবে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে নীতিমালা নির্ধারণ করতে পারেনি সরকার। সরকার যা বলছে তাতে দুর্নীতিমুক্তভাবে কাজ করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।’ ড. সালেহউদ্দিন বলেন, ‘স্বাস্থ্য-কাঠামোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এত দিন হলেও কোনো ধরনের উন্নতি আমরা দেখছি না। আগামী বছর এ খাতে কঠোর নজর দিতে হবে।’ তিনি বলেন, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে ব্যাংকিং সেক্টরে নজর দিতে হবে। সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুবিধা দিয়েছে। তবে এই সুবিধা বড় শিল্পগ্রুপ, গার্মেন্ট মালিকরা নিয়ে গেছেন। ক্ষুদ্র ও গ্রামীণ ব্যবসায়ীরা পাননি। কৃষি খাতেও সুবিধা সে তুলনায় পাওয়া যায়নি। আর্থিক কাঠামোতে সমতা নিয়ে আসতে হলে এই দুই খাতে সুবিধা দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এসব খাত বড় ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর