শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাভাবিক জীবনে ফিরতে হবে

------- সেলিনা হোসেন

স্বাভাবিক জীবনে ফিরতে হবে

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘ইংরেজি নতুন বছরে করোনার দুর্যোগ কাটিয়ে আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, এটাই প্রত্যাশা। করোনার মৃত্যুশীতলতায় আমরা অনেক শ্রদ্ধেয় মানুষকে হারিয়েছি। তেমনি মৃত্যুবরণ করেছেন অনেকের প্রিয়জন। আমরা মৃত্যুর এই মর্মাহত বঞ্চনা থেকে রেহাই পেতে চাই।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় গতকাল সেলিনা হোসেন বলেন, ‘করোনাভাইরাস মহামারীর কারণে আমাদের জনজীবনে অনেক দুর্ভোগ নেমে এসেছিল। করোনার ভ্যাকসিন ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। আমরা যেন সেই ভ্যাকসিন পেয়ে এই মৃত্যুর অন্ধকার কাটিয়ে উঠতে পারি। গণমানুষের জীবনে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল। মানুষ যেন এই অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। করোনার ধাক্কা লেগেছে সব খাতেই। নতুন বছরে আমরা যেন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারি।’ তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থেকেছে। পড়াশোনার বাইরে থাকায় সিলেবাস শেষ হয়নি। পরীক্ষার সূচি এলোমেলো হয়ে গেছে। শিক্ষার্থীরা যেন এই ক্ষতি কাটিয়ে পূর্ণমাত্রায় ফিরতে পারে, নতুন বছরে এটাই চাওয়া।’ বিশিষ্ট এই কথাসাহিত্যিক বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জীবন স্থবির হয়ে গেছে করোনার প্রভাবে। আমরা সেখান থেকে পরিত্রাণ চাই। আমাদের শিল্পীরা নাটকের মঞ্চ আলোকিত করুক, ঝঙ্কার উঠুক সংগীতজগতে। উৎসবের মধ্য দিয়ে জীবনযাত্রায় যেন বেঁচে থাকার স্বস্তি দেখতে পাই। অমর একুশে বইমেলায় মানুষের ঢল দেখতে চাই। বাংলা নববর্ষে রমনার বটমূলে জমায়েত হতে চাই। দেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় জমায়েত হতে চাই দেশবাসীর সঙ্গে। বিশ্ববাসীর জন্য প্রত্যাশা করি সুস্থ, সুন্দর নতুন এক বছর।’

সর্বশেষ খবর