শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি ফরিদা

সাধারণ সম্পাদক ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি ফরিদা

সাংবাদিকদের ‘সেকেন্ড হোম’ খ্যাত জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিন। এর আগে পরপর দুবার নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও ইতিহাস  গড়েন তিনি। গতকালের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইলিয়াস খান। ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল সভাপতিসহ ১১ পদে জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে সাধারণ সম্পাদকসহ ছয় পদে।

আগামী দুই বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আমার দেশের ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মাছরাঙা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (প্রাপ্ত ভোট ৬১৫), দুটি যুগ্মসম্পাদক পদে ইত্তেফাকের মাঈনুল আলম (৫৭৭) ও আজকালের খবরের আশরাফ আলী (৩৯৫)। কোষাধ্যক্ষ পদে সমকালের শাহেদ চৌধুরী (৭০৬) নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন আইয়ুব ভূইয়া (৫৪৪), রেজানুর রহমান (৪৭৪), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২০) ও ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১)। বিএনপি সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে আমাদের নতুন সময়ের হাসান হাফিজ (প্রাপ্ত ভোট ৫১৩) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে জয় পেয়েছেন কাজী রওনাক হোসেন (৪৫৫), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমদ (৪২১) ও বখতিয়ার রাণা (৩৮৬)। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল দিনভর করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন জনসংযোগ ব্যক্তিত্ব মোস্তফা-ই-জামিল। মোট ১ হাজার ১৫১ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১ হাজার জন। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে।

সর্বশেষ খবর