শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনগণকে মালিকানা ফিরিয়ে দেওয়াই হোক শপথ

------ আমীর খসরু মাহমুদ চৌধুরী

জনগণকে মালিকানা ফিরিয়ে দেওয়াই হোক শপথ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বছরে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই হবে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকেই করোনামুক্ত চাই। দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে দিতে হবে। এটিই হবে আমাদের নতুন বছরের শপথ। নতুন বছরের প্রত্যাশা ও চ্যালেঞ্জ কী- বাংলাদেশ প্রতিদিনকে এমন প্রশ্নের জবাবে সাবেক এই বাণিজ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমস্যা কোনো একক দল বা গোষ্ঠীর নয়, সবারই এই সমস্যা। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও জরুরি। কারণ, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবচেয়ে বেশি লড়াই করে আজ কারাবন্দী। চলে যাওয়া বছরটি ভালো ছিল না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, করোনায় বন্দী ছিল রাজনীতি। গণতন্ত্রহীনতা ছিল বছরজুড়েই। মানুষ নিপীড়িত, নির্যাতিত। বিরোধী দল মতের ওপর হামলা মামলা ছিল বছরজুড়েই। এই সময় ঘুষ, দুর্নীতি বন্ধ হয়নি। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকদের টুঁটি চেপে ধরা হয়। করোনাকালেও স্বাস্থ্য খাতের দুর্নীতি সারা বিশ্বে আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নতুন বছরে আমাদের শপথ হবে, জাতিকে তার মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। এ জন্য প্রয়োজনে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচিতে যেতে হবে। দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা আপনাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন। আমরা আপনাদের পাশে আছি।

সর্বশেষ খবর