শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকে থাকাটাই চ্যালেঞ্জ

------ ববিতা

টিকে থাকাটাই চ্যালেঞ্জ

‘ইন্টারন্যাশনাল ট্যালেন্ট’ খেতাবপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের একমাত্র নায়িকা ববিতা বলেন, ‘বর্তমানে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ। প্রাণঘাতী করোনার বিষাক্ত ছোবল সব অঙ্গনের মতো চলচ্চিত্রাঙ্গনেও  নিষ্ঠুরভাবে হানা দিয়েছে। সিনেমা হল বন্ধ হওয়ার পাশাপাশি শুটিং, ডাবিং, এডিটিংসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবকিছুই বন্ধ ছিল। শিল্পীদের পাশাপাশি এ  অঙ্গনের কলাকুশলীরাও রয়েছেন। তাদের জীবন-জীবিকাও বর্তমানে হুমকির মুখে। যে কারণে আমি মনে করি এ পরিস্থিতিতে টিকে আর বেঁচে থাকাটাই বড় একটা চ্যালেঞ্জ। এ অবস্থার উত্তরণ ঘটাতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আতঙ্ক আর গুজবে কান না দিয়ে নিজ নিজ অঙ্গন থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’ বিষে ভরা ২০২০-এর শোক, গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে উল্লেখ করে ববিতা বলেন, ‘প্রথম ধাক্কা শেষ হওয়ার পর করোনা এবার দ্বিতীয় ঢেউ নিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। এটা শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বেরই বড় দুর্যোগ। এ পরিস্থিতিতে সামনে কী হবে, উদ্ভূত পরিস্থিতিতে নতুন বছরের চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে এবং ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে করোনার ওপর। জীবনকে হুমকির মুখে রেখে নতুন বছরে শিল্পী-কলাকুশলীরা কতটুকু চ্যালেঞ্জ নিয়ে এগোতে পারবেন তা সময়ই বলে দেবে। নতুন বছরে বিশ্ব হোক করোনামুক্ত এবং চলচ্চিত্রশিল্প আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাক- এটাই আমি চাই। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। চলচ্চিত্রই আমার ভালোবাসার জায়গা। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে আমাদের শিল্পী-কলাকুশলী, নির্মাতা, প্রদর্শক ও প্রযোজকরা চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন- এটাই আমার প্রত্যাশা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর