সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে

প্রতিদিন ডেস্ক

নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাল, ডাল, তেলের দাম অস্বাভাবিক বেড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এসব কারণে বাণিজ্যমন্ত্রী ও ইসির পদত্যাগ দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে এবং ১০ জানুয়ারি মহানগরে ও পৌরসভায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই।’ পৌরসভা নির্বাচনের ঘটনাপ্রবাহ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন, ব্যালট আর ইভিএম বলুন, কোনোটাতেই সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয়। এই কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মানুষ কীভাবে পাবে, কারা পাবে এবং এর সংরক্ষণ ও বিতরণ করার বিষয়টি স্পষ্ট নয়। এর একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করা উচিত।

সর্বশেষ খবর